All Public examination Results

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ছাড়া ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিচ্ছিন্ন স্থানেও বৃষ্টিপাত হতে পারে। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভবনা রয়েছে।

আরও দেখুনঃ

পরবর্তী ৭২ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতের আবহাওয়া শীতল এবং আকাশ অপেক্ষাকৃত মেঘমুক্ত থাকায় দিনের প্রথমভাগ কুয়াশাচ্ছন্ন থাকছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এই মুহুর্তে বাতাশে জলীয়বাস্পের পরিমান তুলনামূলক বেশি। এ কারেণই অল্প সময়ে ভারি বর্ষণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে একে মৌসুমী বৃষ্টি বলছেননা আবহাওয়াবিদরা। রাজশাহী অঞ্চলেও এ সময় ভারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। আর এতে আমের মুকুলসহ অন্যান্য ফসলের ক্ষতি হতে পারে।

Loading...