All Public examination Results

কালবৈশাখী ঝড়ের তান্ডবঃ চলবে আরো দুদিন…
হঠাৎ করেই গতকাল রাজধানীসহ সারাদেশে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। গতকালের মত আজ সকালেও কাল বৈশাখীর তাণ্ডব দিয়ে দিন শুরু হল। তবে এখানেই শেষ নয়। আবহাওয়া অফিস জানিয়েছে এই তাণ্ডব আরো ‍দুই বা একদিন থাকবে।

কালবৈশাখীর তাণ্ডব: চলবে আরো দুদিন

আরও দেখুনঃ

শনিবার সকালে আবহাওয়া অফিস থেকে জানান হয়, দুপুরের পর থেকে সারাদেশে আবারও দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দমকা বাতাস অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টি হতে পারে। এ ছাড়া নৌবন্দরগুলোয় দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুমিল্লা, নোয়াখালী, যশোর, সিলেট অঞ্চলসহ দেশের নদীবন্দরসমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

source : kalerkantho.com

Loading...