All Public examination Results

এই গরমে সাবধানঃ শোয়ার ঘরে ভয়ঙ্কর অজগর!

______

______

_______

________

 _____

 

নিজের শোয়ার ঘরে বসে টিভি দেখছিলেন সোমচাই সাবদাং। হঠাৎ দেয়ালের ভেতর থেকে এক ধরনের আওয়াজ পেলেন। চমকে উঠলেন তিনি। আসলেই আওয়াজটা তার প্লাস্টারবোর্ড দিয়ে নির্মিত দেয়াল থেকে আসছে কিনা নিশ্চিত হতে দেয়ালেই কান পাতলেন। অদ্ভুত রকমের ‘ফোশ ফোশ’ আওয়াজ আসতে থাকলো।

ভেতরে কিছু একটা আছে নিশ্চিত হলেন সাবদাং। সাথে সাথে পুলিশে খবর দিলেন। তারা এসে দেয়াল ভেঙে যা দেখলো তাতে লোম দাঁড়িয়ে যাওয়ার অবস্থা উপস্থিত সবার। ওখানে ভাঁজ হয়ে বসে আছে ইয়া মোটা অজগর! এরপর বহু কসরত করে এটিকে টেনে নামানো হলো।

সাবদাং শোয়ার ঘরের দেয়াল থেকে অজগর বের করে আনার দৃশ্য মোবাইলে রেকর্ড করেছেন। ডেইলি মেইল এ নিয়ে আজ প্রতিবেদন প্রকাশ করেছে। তিনি বলেন, ‘ঘরের দেয়ালটা পুরো নষ্ট হয়ে গেল, এ জন্য খারাপ লাগছে। তবে রাতের বেলা ঘুমানোর সময় গায়ের ওপর ছাদ থেকে অজগর পড়ার চেয়ে এটা ভালই হয়েছে।’

 

Loading...