All Public examination Results

অদ্ভুত বিয়ের প্রস্তাব, ভার্জিন পরীক্ষা দিতে রাজি প্রেমিক
অদ্ভুত বিয়ের প্রস্তাব, ভার্জিন পরীক্ষা দিতে রাজি প্রেমিক। ভক্তের কাছ থেকে অদ্ভুত এক বিয়ের প্রস্তাব পেলেন তাপসী পান্নু। প্রস্তাবটা এসেছে ই-মেইলে।

আরও দেখুনঃ

৩০ বছর বয়সী অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য ভক্ত লিখেছেন, ‘তাপসী, আই লাভ ইউ। তুমি কি আমাকে সারা জীবনের জন্য বিয়ে করবে? আমি ভার্জিন, মদ্যপান করি না, ভেজিটারিয়ান। মিথ্যা শনাক্তকরণ টেস্ট, নার্কো টেস্ট, এমনকি মস্তিষ্কের পরীক্ষা দিতেও রাজি আমি।’ এমন মেইল পেয়ে ভীষণ আপ্লুত ‘পিংক’ অভিনেত্রী। মেইলের স্ক্রিনশট নিয়ে সেটা প্রকাশ করলেন নিজের টুইটারে। অবশ্য প্রেরকের নাম মুছে দিয়েছেন কালো কালিতে। ক্যাপশনে লেখেন, ‘ব্যস, জীবনে আর কী চাই!’ হ্যাশট্যাগ দিয়েছেন দুটি—‘বেস্ট প্রপোজাল এভার’ ও ‘ভেজিটারিয়ান লাভ’।


তাপসী পান্নু।
তাপসীর টুইটের মন্তব্যের ঘরে চলছে ভক্তদের লড়াই। সবার একই প্রশ্ন, কালো কালিতে মুছে দেওয়া নামটা কার? একজন নাম আবিষ্কার করলেন—রবীন্দ্র শর্মা। আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘নিশ্চয়ই লোকটা ফ্রি মেডিক্যাল টেস্ট করিয়ে নিতে চায়।’ অবশ্য কয়েকজন সন্দেহ প্রকাশ করছেন এই মেইল নিয়ে। তাঁদের বক্তব্য, প্রচার পাওয়ার জন্য ভুয়া মেইল পোস্ট করেছেন তাপসী

Loading...